মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৬০
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : গিরগিটি হত্যা করা মুস্তাহাব হওয়া এবং তার হত্যাকারীর সওয়াব অর্জন করা প্রসঙ্গে।
৬০। ইবন উমর (রা)-এর আযাদকৃত গোলাম নাফি' (র) থেকে বর্ণিত, আয়েশা (রা) তাঁকে অবহিত করেছেন যে, নবী (ﷺ) বলেছেন, তুমি গিরগিটি হত্যা করবে। কেননা ইবরাহীম (আ)-কে আগুনে নিক্ষেপ করা হয়েছিল সে তা ফুঁকাচ্ছিল। তিনি বলেন, আয়েশা (রা) গিরগিটি হত্যা করতেন।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারোর নিকট এ শব্দে আয়েশা (রা)-এর এ হাদীস অবগত হইনি। আর এ সনদে আব্দুল্লাহ ইবন আব্দুর রহমান ইবন আবু উমাইয়্যা অপরিচিত বর্ণনাকারী। আর বুখারী উম্মে শাকীক (রা) থেকে বর্ণনা করেছেন,রাসূলুল্লাহ (ﷺ) গিরগিটি মারার আদেশ করেছেন। আর তিনি বলেছেন, ইবরাহীম (আ) কে যে আগুনে নিক্ষেপ করা হয় গিরগিটি তাতে ফুঁকাচ্ছিল।)
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আমি ইমাম আহমদ ছাড়া অন্য কারোর নিকট এ শব্দে আয়েশা (রা)-এর এ হাদীস অবগত হইনি। আর এ সনদে আব্দুল্লাহ ইবন আব্দুর রহমান ইবন আবু উমাইয়্যা অপরিচিত বর্ণনাকারী। আর বুখারী উম্মে শাকীক (রা) থেকে বর্ণনা করেছেন,রাসূলুল্লাহ (ﷺ) গিরগিটি মারার আদেশ করেছেন। আর তিনি বলেছেন, ইবরাহীম (আ) কে যে আগুনে নিক্ষেপ করা হয় গিরগিটি তাতে ফুঁকাচ্ছিল।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب استحباب قتل الوزع وثواب قاتله
عن نافع مولى ابن عمر (6) أن عائشة رضي الله عنها أخبرته أن النبي صلى الله عليه وسلم قال اقتلوا الوزغ فانه كان ينفخ على ابراهيم عليه السلام النار، قال وكانت عائشة تقتلهن.