মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৬৫
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
কুকুর হত্যা করা এবং তা পালন করা প্রসঙ্গ
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক কুকুর হত্যা করার আদেশ এবং তার কারণ।
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক কুকুর হত্যা করার আদেশ এবং তার কারণ।
৬৫। জাবির আনসারী (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) মদীনার কুকুর হত্যা করতে আদেশ করলেন। ইবন মাকতুম (রা) এসে বললেন, আমার বাড়ী মানুষের বসতি থেকে দূরে, আর আমার একটি কুকুর আছে। তিনি তাঁকে কুকুরটিকে কিছুদিন রাখার অনুমতি দিলেন। অতঃপর তিনি তাঁর কুকুরটিকে হত্যা করতে নির্দেশ দিলেন।
(হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, বুখারী এবং মুসলিমে এর অনুমতির অংশ ছাড়া অবশিষ্ট অংশ বর্ণিত হয়েছে। আর আহমদ, আবূ ইয়ালা এবং তাবারানী আল মু'জামুল আউসাতে হাদীসটি বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
(হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, বুখারী এবং মুসলিমে এর অনুমতির অংশ ছাড়া অবশিষ্ট অংশ বর্ণিত হয়েছে। আর আহমদ, আবূ ইয়ালা এবং তাবারানী আল মু'জামুল আউসাতে হাদীসটি বর্ণনা করেছেন। এর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب ما جاء في قتل الكلاب واقتنائها
باب الأمر بقتلها وسبب ذلك
باب الأمر بقتلها وسبب ذلك
عن جابر الأنصاري (11) أمر رسول الله صلى الله عليه وسلم بكلاب المدينة أن تقتل فجاء ابن أم مكتوم فقال أن منزلي شاسع (1) ولي كلب فرخص له أيامًا ثم أمر بقتل كلبه.