মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৫৪
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : ছোট লেজ বিশিষ্ট এবং পিঠে দু'টি সাদা রেখা বিশিষ্ট সাপ ছাড়া ঘরে বসবাসকারী অন্য সকল সাপ হত্যা করা নিষিদ্ধ।
৫৪। যায়িদ ইবন আসলাম (র) থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবন উমর (রা) তাঁর ঘরের একটি ছোট দরজা খুললেন। তাঁর নিকট আবু সাঈদ খুদরী (রা) ছিলেন। তাঁদের সম্মুখে একটি সাপ বের হল। আব্দুল্লাহ ইবন উমর (রা) সাপটিকে হত্যা করতে আদেশ করলেন। আবূ সাঈদ (রা) বললেন, আপনি কি অবগত নন যে, রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে হত্যা করার পূর্বে চলে যেতে আদেশ করতে বলেছেন।
(মুসলিম, মালিক, আবূ দাউদ, তিরমিযী)
(মুসলিম, মালিক, আবূ দাউদ, তিরমিযী)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب النهي عن قتل حيات البيوت إلا بعد تحذيرها إلا الأبتر ذو الطفيتين فإنهما يقتلان
عن زيدٍ بن أسلم (2) أن عبد الله ابن عمر فتح خوخة له وعنده أبو سعيدٍ الخدر فخرجت عليهم حية فأمر عبد الله بن عمر بقتلها، فقال أبو سعيد أما علمت أن رسول الله صلى الله عليه وسلم أمر أن يؤذنهن (3) قبل أن يقتلهن