মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৫৩
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : ছোট লেজ বিশিষ্ট এবং পিঠে দু'টি সাদা রেখা বিশিষ্ট সাপ ছাড়া ঘরে বসবাসকারী অন্য সকল সাপ হত্যা করা নিষিদ্ধ।
৫৩। নাফি' (র) থেকে বর্ণিত, তিনি বলেন, ইবন উমর (রা) সকল প্রকার সাপ হত্যা করতে আদেশ করতেন। আবু লুবাবা (রা) তাঁদের ছোট একটি দরজা দিয়ে মসজিদে প্রবেশ করার জন্য অনুমতি চাইলেন। আর তিনি তাঁদেরকে একটি সাপ হত্যা করতে দেখলেন। আবু লুবাবা (রা) তাঁদেরকে বললেন, তোমাদের নিকট কি সংবাদ পৌছেনি যে, রাসূলুল্লাহ (ﷺ) ঘরে এবং বাড়ীতে বসবাসকারী সাপ মারতে নিষেধ করেছেন। আর তিনি ঘরে এবং বাড়ীতে বসবাসকারী পিঠে দু'টি সাদা রেখা বিশিষ্ট সাপ মারতে আদেশ করেছেন?
নাফি' (র) থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে, তিনি বলেন, ইবন উমর (রা) সকল প্রকার সাপ হত্যা করতে আদেশ করতেন যতক্ষণ না আবু লুবাবা বাযরী ইবন আব্দুল মুনযির (রা) তাঁকে হাদীস বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) ঘরে বসবাসকারী সাপকে হত্যা করতে নিষেধ করেছেন। আর তিনি ঘরে এবং বাড়ীতে বসবাসকারী পিঠে দু'টি সাদা রেখা বিশিষ্ট সাপ মারতে আদেশ করেছেন।
(বুখারী, মুসলিম, তিরমিযী এবং অন্যরা। মুসনাদ আহমদে বর্ণিত হাদীসের প্রথম সনদে একজন অপরিচিত বর্ণনাকারী আছেন।)
নাফি' (র) থেকে দ্বিতীয় এক বর্ণনা সূত্রে বর্ণিত হয়েছে যে, তিনি বলেন, ইবন উমর (রা) সকল প্রকার সাপ হত্যা করতে আদেশ করতেন যতক্ষণ না আবু লুবাবা বাযরী ইবন আব্দুল মুনযির (রা) তাঁকে হাদীস বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) ঘরে বসবাসকারী সাপকে হত্যা করতে নিষেধ করেছেন। আর তিনি ঘরে এবং বাড়ীতে বসবাসকারী পিঠে দু'টি সাদা রেখা বিশিষ্ট সাপ মারতে আদেশ করেছেন।
(বুখারী, মুসলিম, তিরমিযী এবং অন্যরা। মুসনাদ আহমদে বর্ণিত হাদীসের প্রথম সনদে একজন অপরিচিত বর্ণনাকারী আছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب النهي عن قتل حيات البيوت إلا بعد تحذيرها إلا الأبتر ذو الطفيتين فإنهما يقتلان
عن نافع قال كان ابن عمر(12) يأمر بقتل الحيات كلهن فاستأذنه أبو لبابة أن يدخل من خوخة (13) لهم إلى المسجد فرآهم يقتلون حية، فقال لهم أبو لبابة أما بلغكم أن رسول الله صلى الله عليه وسلم نهى عن قتل أولات البيوت والدور وأمر بقتل ذي الطفيتين؟ (وعنه من طريقٍ ثان) (14) قال كان ابن عمر يأمر بقتل الحيات كلهن لا يدع منهن شيئًا حتى حدثه أبو لبابة البذري بن عبد المنذر أن رسول الله صلى الله عليه وسلم نهى عن قتل جنان (1) البيوت.