মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৫২
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : ছোট লেজ বিশিষ্ট এবং পিঠে দু'টি সাদা রেখা বিশিষ্ট সাপ ছাড়া ঘরে বসবাসকারী অন্য সকল সাপ হত্যা করা নিষিদ্ধ।
৫২। ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তোমরা পিঠে দুটি সাদা রেখা বিশিষ্ট এবং ছোট লেজ বিশিষ্ট সাপ হত্যা করবে। কেননা তারা মহিলাদের গর্ভপাত ঘটায় এবং চক্ষু দৃষ্টিহীন করে।
ইবন উমর (রা) বলেন, আবু লুবাবা (রা) বা যায়িদ ইবন খাত্তাব (রা) আমাকে একটি সাপ হত্যা করার জন্য আক্রমণ করতে দেখে আমাকে সেটিকে হত্যা করতে নিষেধ করলেন। আমি বললাম, নিশ্চয়ই রাসূলুল্লাহ (ﷺ) সাপ মারতে আদেশ করেছেন। অতঃপর তিনি বললেন, পরবর্তীতে তিনি ঘরে যে সাপ পাওয়া যায় তা হত্যা করতে নিষেধ করেছেন। যুহরী বলেন, সেটি ছিল ঘরে বসবাসকারী সাপ।
(বুখারী, মুসলিম, আবু দাউদ এবং অন্যরা)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب النهي عن قتل حيات البيوت إلا بعد تحذيرها إلا الأبتر ذو الطفيتين فإنهما يقتلان
عن سالم عن ابن عمر (9) قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقتلوا الحيات واقتلوا ذا الطفيتين والأبتر فإنهما يسقطان الحبل ويطمسان البصر، قال ابن عمر فرآني أبو لبابة (10) أو زيد بن الخطاب وأنا أطارد حيةً لأقتلها فنهاني، فقلت إن رسول الله صلى الله عليه وسلم قد أمر بقتلهن، فقال إنه قد نهى بعد ذلك عن قتل ذوات البيوت (11) قال الزهري وهي العوامر
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৫২ | মুসলিম বাংলা