মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৫১
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : ছোট লেজ বিশিষ্ট এবং পিঠে দু'টি সাদা রেখা বিশিষ্ট সাপ ছাড়া ঘরে বসবাসকারী অন্য সকল সাপ হত্যা করা নিষিদ্ধ।
৫১। আবু উমামা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ঘরে বাস করে এমন সাপ মারতে নিষেধ করেছেন, তবে পিঠে দু'টি সাদা রেখা বিশিষ্ট এবং ছোট লেজ বিশিষ্ট সাপ ছাড়া। কেননা এ সাপ দু'টি চক্ষু অন্ধ করে এবং তাদের দ্বারা মহিলাদের গর্ভপাত হয়।
(তাবারানী আল মু'জামুল কাবীর। হাদীসটির সনদে ফারজ ইবন ফাদালা আছেন, ইবন হাজার "তাকরীবে" তাঁকে দুর্বল বর্ণনাকারী বলেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب النهي عن قتل حيات البيوت إلا بعد تحذيرها إلا الأبتر ذو الطفيتين فإنهما يقتلان
عن أبي أمامة (5) قال نهى رسول الله صلى الله عليه وسلم عن قتل عوامر البيوت (6) إلا من كان من ذوي الطفيتين والأبتر فإنهما يكمهان الأبصار (7) وتخدج منهن (8) النساء
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৫১ | মুসলিম বাংলা