মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৫০
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : ছোট লেজ বিশিষ্ট এবং পিঠে দু'টি সাদা রেখা বিশিষ্ট সাপ ছাড়া ঘরে বসবাসকারী অন্য সকল সাপ হত্যা করা নিষিদ্ধ।
৫০। আয়েশা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) ঘরে বসবাসকারী সাপ মারতে নিষেধ করেছেন, তবে ছোট লেজ বিশিষ্ট এবং পিঠে দু'টি সাদা রেখা বিশিষ্ট সাপ ছাড়া। কেননা এ সাপ দু'টি চোখের দৃষ্টিশক্তি ছিনিয়ে নেয় এবং মহিলাদের গর্ভপাত ঘটায়। যদি কেউ তাদেরকে হত্যা করা থেকে বিরত থাকে তাহলে সে আমাদের দলভুক্ত নয়।
(আবূ দাউদ তায়ালিসী। মুসলিম হাদীসটির এক অংশ বর্ণনা করেছেন। বুখারী, মুসলিম এবং ইমাম আহমদ, আব্দুল্লাহ ইবন উমর (রা) থেকে হাদীসটির সমর্থক হাদীস (৫২ নম্বরের হাদীস) বর্ণনা করেছেন।)
(আবূ দাউদ তায়ালিসী। মুসলিম হাদীসটির এক অংশ বর্ণনা করেছেন। বুখারী, মুসলিম এবং ইমাম আহমদ, আব্দুল্লাহ ইবন উমর (রা) থেকে হাদীসটির সমর্থক হাদীস (৫২ নম্বরের হাদীস) বর্ণনা করেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب النهي عن قتل حيات البيوت إلا بعد تحذيرها إلا الأبتر ذو الطفيتين فإنهما يقتلان
عن عائشة رضي الله عنها (10) أن رسول الله صلى الله عليه وسلم نهى عن قتل حيات البيوت إلا الأبتر (1) وذا الطفيتين (2) فإنهما يختطفان (وفي لفظٍ يطمسان الأبصار (3) ويطرحان الحمل من بطون النساء (4) ومن تركهما فليس منا