মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৪৭
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
যে সকল প্রাণী হত্যা করা জায়েয এবং যে সকল প্রাণী হত্যা করা জায়েয নয় সে সম্পর্কিত পরিচ্ছেদসমূহ
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ)র-কর্তৃক ক্ষতিকর প্রাণীসমূহকে হত্যা করার আদেশ।
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ)র-কর্তৃক ক্ষতিকর প্রাণীসমূহকে হত্যা করার আদেশ।
৪৭। আবু আহওয়াস জাশামী (র) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন ইবন মাসউদ (রা) আমাদের মাঝে খুতবা দিচ্ছিলেন। হঠাৎ একটি সাপ দেয়ালের উপর চলতে দেখলেন। তিনি খুতবা দেয়া বন্ধ করলেন। অতঃপর তাকে তাঁর ধনুক দিয়ে আঘাত করে হত্যা করলেন। অতঃপর তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যদি কেউ একটি সাপকে হত্যা করে তাহলে সে যেন এরূপ একজন মুশরিককে হত্যা করল, যাকে হত্যা করা হালাল।
(আবূ দাউদ তায়ালিসী, আবূ ইয়ালা এবং বাযযার হাদীসটিকে মারফু হাদীসরূপে এবং তাবারানী আল"মু'জামুল কাবীরে" মওকুফ হাদীসরূপে বর্ণনা করেছেন। বাযযারের বর্ণনাকারীগণ সহীহর বর্ণনাকারী।)
(আবূ দাউদ তায়ালিসী, আবূ ইয়ালা এবং বাযযার হাদীসটিকে মারফু হাদীসরূপে এবং তাবারানী আল"মু'জামুল কাবীরে" মওকুফ হাদীসরূপে বর্ণনা করেছেন। বাযযারের বর্ণনাকারীগণ সহীহর বর্ণনাকারী।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب ما يجوز قتله من الحيوان وما لا يجوز
باب الأمر بقتل الفواسق من الحيوان
باب الأمر بقتل الفواسق من الحيوان
عن أبي الأحوص الجشمي (8) قال بينا ابن مسعود يخطب ذات يومٍ فإذا هو بحيةٍ تمشي على الجدار فقطع خطبته ثم ضربها بقضيبه أو بقصبة قال يونس (9) بقضيبه حتى قتلها ثم قال سمعت رسول الله صلى الله عليه وسلم من قتل حيةً فكأنما قتل رجلًا مشركًا قد حل دمه