মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৪৮
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
যে সকল প্রাণী হত্যা করা জায়েয এবং যে সকল প্রাণী হত্যা করা জায়েয নয় সে সম্পর্কিত পরিচ্ছেদসমূহ
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ)র-কর্তৃক ক্ষতিকর প্রাণীসমূহকে হত্যা করার আদেশ।
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ)র-কর্তৃক ক্ষতিকর প্রাণীসমূহকে হত্যা করার আদেশ।
৪৮। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সাপ মারতে আদেশ করতেন, আর বলতেন, যদি কেউ সাপ মারা থেকে বিরত থাকে সাপের প্রতিশোধ গ্রহণের ভয়ে, সে আমাদের দলের নয়। ইবন আব্বাস (রা) বলেন, সুরমা চক্ষুওয়ালা সাপ জিন্ন থেকে রূপান্তরিত, যেরূপ বনী ইসরাঈলের কিছু লোককে বানরে রূপান্তরিত করা হয়েছিল।
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, এভাবে আমি এ হাদীসটি ইমাম আহমদ ছাড়া অন্য কারো নিকট পাইনি। আর আবু দাউদ হাদীসটির প্রথম অংশ মারফু হাদীসরূপে বর্ণনা করেছেন। তাবারানী আল মু'জামুল কাবীর এবং আল মু'জামুল আউসাত।)
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, এভাবে আমি এ হাদীসটি ইমাম আহমদ ছাড়া অন্য কারো নিকট পাইনি। আর আবু দাউদ হাদীসটির প্রথম অংশ মারফু হাদীসরূপে বর্ণনা করেছেন। তাবারানী আল মু'জামুল কাবীর এবং আল মু'জামুল আউসাত।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب ما يجوز قتله من الحيوان وما لا يجوز
باب الأمر بقتل الفواسق من الحيوان
باب الأمر بقتل الفواسق من الحيوان
عن عكرمة عن ابن عباس (2) قال لا أعلمه إلا رفع الحديث (3) قال كان يأمر بقتل الحيات (4) ويقول من تركهن خشية أو مخافة تأثيره (5) فليس منا؛ قال وقال ابن عباس إن الجان (6) مسيخ الجن كما مسخت القردة من إسرائيل