মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৪৬
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
যে সকল প্রাণী হত্যা করা জায়েয এবং যে সকল প্রাণী হত্যা করা জায়েয নয় সে সম্পর্কিত পরিচ্ছেদসমূহ

পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ)র-কর্তৃক ক্ষতিকর প্রাণীসমূহকে হত্যা করার আদেশ।
৪৬। ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)র বলেছেন, যদি কেউ একটি সাপ মারে তাহলে সে সাতটি নেকি পাবে, আর যদি কেউ একটি গিরগিটি মারে তাহলে সে একটি নেকি পাবে। আর যদি কেউ সাপ হত্যা করা থেকে বিরত থাকে তার কোন খারাপ প্রতিক্রিয়ার ভয়ে তাহলে সে আমাদের দলের (অর্থাৎ আমাদের সুন্নাত অনুযায়ী আমলকারী) নয়।
(হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আহমদ এবং তাবারানী আল মু'জামুল কাবীরে হাদীসটিকে বর্ণনা করেছেন। আহমদের বর্ণনাকারীগণ সহীহ হাদীসের বর্ণনাকারী, তবে মুসাইয়্যিব ইবন রাফি, ইবন মাসউদ (রা) থেকে হাদীস শুনেননি। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আবু দাউদের হাদীস এ হাদীসটিকে শক্তিশালী করে।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب ما يجوز قتله من الحيوان وما لا يجوز

باب الأمر بقتل الفواسق من الحيوان
عن ابن مسعود (5) قال قال رسول الله صلى الله عليه وسلم من قتل حيةً فله سبع حسنات ومن قتل وزغًا (6) فله حسنة، ومن ترك حيةً مخافة عاقبتها (7) فليس منا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৪৬ | মুসলিম বাংলা