মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৪৫
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
যে সকল প্রাণী হত্যা করা জায়েয এবং যে সকল প্রাণী হত্যা করা জায়েয নয় সে সম্পর্কিত পরিচ্ছেদসমূহ
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ)র-কর্তৃক ক্ষতিকর প্রাণীসমূহকে হত্যা করার আদেশ।
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ)র-কর্তৃক ক্ষতিকর প্রাণীসমূহকে হত্যা করার আদেশ।
৪৫। আবু হুরায়রা (রা) নবী (ﷺ) এর থেকে উপরোক্ত হাদীসের ন্যায় হাদীস বর্ণনা করেন।
(আবু দাউদ, ইবন হিব্বান, আহমদ। আব্দুর রহমান বান্না বলেছেন, হাদীসটির সনদ উত্তম।)
(আবু দাউদ, ইবন হিব্বান, আহমদ। আব্দুর রহমান বান্না বলেছেন, হাদীসটির সনদ উত্তম।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب ما يجوز قتله من الحيوان وما لا يجوز
باب الأمر بقتل الفواسق من الحيوان
باب الأمر بقتل الفواسق من الحيوان
وعن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم مثله