মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৪৪
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
যে সকল প্রাণী হত্যা করা জায়েয এবং যে সকল প্রাণী হত্যা করা জায়েয নয় সে সম্পর্কিত পরিচ্ছেদসমূহ
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ)র-কর্তৃক ক্ষতিকর প্রাণীসমূহকে হত্যা করার আদেশ।
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ)র-কর্তৃক ক্ষতিকর প্রাণীসমূহকে হত্যা করার আদেশ।
৪৪। ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ সাপদের মারা থেকে বিরত থাকে এই ভয়ে যে, সাপেরা খুঁজবে (প্রতিশোধ গ্রহণ করবে) সে আমাদের দলের নয়। আমরা তাদের সাথে সন্ধি করিনি, যখন থেকে আমরা তাদের সাথে লড়াই শুরু করেছি।
(আবূ দাউদ। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, এ অধ্যায়ের শেষেও আব্দুল্লাহ ইবন আব্বাস (রা) থেকে মারফু হাদীস (৪৮ নম্বর হাদীসে) বর্ণিত হবে। হাদীসটির উভয় সনদ সহীহ।)
(আবূ দাউদ। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, এ অধ্যায়ের শেষেও আব্দুল্লাহ ইবন আব্বাস (রা) থেকে মারফু হাদীস (৪৮ নম্বর হাদীসে) বর্ণিত হবে। হাদীসটির উভয় সনদ সহীহ।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب ما يجوز قتله من الحيوان وما لا يجوز
باب الأمر بقتل الفواسق من الحيوان
باب الأمر بقتل الفواسق من الحيوان
عن ابن عباس قال قال رسول الله صلى الله عيه وسلم من ترك الحيات مخافة طلبهن (2) فليس منا، ما سلمناهن منذ حاربناهن