মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৪৩
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
যে সকল প্রাণী হত্যা করা জায়েয এবং যে সকল প্রাণী হত্যা করা জায়েয নয় সে সম্পর্কিত পরিচ্ছেদসমূহ

পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ)র-কর্তৃক ক্ষতিকর প্রাণীসমূহকে হত্যা করার আদেশ।
৪৩। ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে একটি গুহায় ছিলাম। অন্য এক বর্ণনায় আছে আমরা রাসূলুল্লাহ (ﷺ)- -এর সাথে হিরায় ছিলাম তাঁর وَالْمُرْسَلَاتِ عُرْفًا অবতীর্ণ হল। আমরা তাঁর নিকট তা শিখছিলাম। একটি সাপ গুহার পাশ থেকে বের হল। তিনি বললেন, তোমরা তাকে হত্যা কর। আমরা তাকে হত্যা করার জন্য অগ্রসর হলাম। আমরা তাকে মারার আগেই সে আমাদের থেকে পালিয়ে গেল। তিনি বললেন, নিশ্চয়ই তাকে তোমাদের অনিষ্ট থেকে রক্ষা করা হয়েছে, যেরূপ তোমাদেরকে তার অনিষ্ট থেকে রক্ষা করা হয়েছে।
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب ما يجوز قتله من الحيوان وما لا يجوز

باب الأمر بقتل الفواسق من الحيوان
عن علقمة عن ابن مسعود (8) قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في غار (وفي لفظٍ بحراء) (9) فأنزلت عليه (والمرسلات عرفًا) فجعلنا نتلقاها منه فخرجت حية من جانب الغار فقال اقتلوها فتبادرناها فسبقتنا فقال أنها وقيت شركم كما وقيتم شرها
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৪৩ | মুসলিম বাংলা