মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৩৮
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : আত্মরক্ষা করা এবং মৃত্যুর বিপজ্জনক স্থান পরিহার করা ওয়াজিব।
৩৮। হুযায়ফা ইবন ইয়ামান (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, কোন মুসলিমের উচিৎ নয় নিজেকে লাঞ্চিত করা। বলা হল, কিরূপে সে নিজেকে লাঞ্চিত করে? তিনি বললেন, সে (স্বেচ্ছায়) এরূপ বিপদের মুখোমুখি হয় যাতে ধৈর্য ধারণ করতে সে সক্ষম নয়।
(তিরমিযী, ইবন মাজাহ, আবু ইয়ালা, তাবারানী, আল মু'জামুল কাবীর, তিরমিযী বলেছেন, হাদীসটি হাসান, গরীব)
(তিরমিযী, ইবন মাজাহ, আবু ইয়ালা, তাবারানী, আল মু'জামুল কাবীর, তিরমিযী বলেছেন, হাদীসটি হাসান, গরীব)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب وجوب المحافظة على النفس وتجنب ما يظن فيه هلاكها
عن حذيفة بن اليمان عن النبي صلى الله عليه وسلم قال لا ينبغي لمسلمٍ أن يذل نفسه، قيل وكيف يذل نفسه؟ قال يتعرض من البلاء لما لا يطيق