মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৩৯
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
যে সকল প্রাণী হত্যা করা জায়েয এবং যে সকল প্রাণী হত্যা করা জায়েয নয় সে সম্পর্কিত পরিচ্ছেদসমূহ
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ)র-কর্তৃক ক্ষতিকর প্রাণীসমূহকে হত্যা করার আদেশ।
পরিচ্ছেদ: রাসূলুল্লাহ (ﷺ)র-কর্তৃক ক্ষতিকর প্রাণীসমূহকে হত্যা করার আদেশ।
৩৯। আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, মক্কার হারামে পাঁচটি ক্ষতিকর প্রাণী হত্যা করা যাবে: বিচ্ছু, ইঁদুর, চিল, হিংস্র কুকুর এবং কাক। অন্য এক বর্ণনায় আছে: ধূসর বর্ণের কাক।
(হাদীসটির এবং এর পরবর্তী হাদীস (৪০-এর) উৎস বর্ণিত হয়েছে হজ্জ পর্বের হজ্জ বা ওমরার এহরামরত অবস্থায় যে সকল প্রাণী হত্যা করা বৈধ, শীর্ষক পরিচ্ছেদে।)
(হাদীসটির এবং এর পরবর্তী হাদীস (৪০-এর) উৎস বর্ণিত হয়েছে হজ্জ পর্বের হজ্জ বা ওমরার এহরামরত অবস্থায় যে সকল প্রাণী হত্যা করা বৈধ, শীর্ষক পরিচ্ছেদে।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
أبواب ما يجوز قتله من الحيوان وما لا يجوز
باب الأمر بقتل الفواسق من الحيوان
باب الأمر بقتل الفواسق من الحيوان
عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم خمس فواسق يقتلن في الحرم العقرب والفأرة. والحديا، والكلب العقور والغراب (وفي لفظ) الغراب الأبقع