মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৩৭
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : আত্মরক্ষা করা এবং মৃত্যুর বিপজ্জনক স্থান পরিহার করা ওয়াজিব।
৩৭। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) কাত হয়ে পড়া একটি দেয়াল অতিক্রম করছিলেন। তিনি সেখান থেকে খুব দ্রুত হেঁটে চলে গেলেন। তাঁকে তার কারণ জিজ্ঞাসা করা হল? তিনি বললেন, নিশ্চয়ই আমি আকস্মিক মৃত্যুকে ভয় করি।
(হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, আহমদ এবং আবু ইয়ালা হাদীসটিকে বর্ণনা করেছেন। হাদীসটির সনদ দূর্বল।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب وجوب المحافظة على النفس وتجنب ما يظن فيه هلاكها
عن أبي هريرة أن النبي صلى الله عليه وسلم مر بجدارٍأو حائطٍ مائل فأسرع المشي فقيل له، فقال إني أكره موت الفوات
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৩৭ | মুসলিম বাংলা