মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৩৬
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : আত্মরক্ষা করা এবং মৃত্যুর বিপজ্জনক স্থান পরিহার করা ওয়াজিব।
৩৬। আবূ ইমরান জাওনী (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা যখন পারস্যের দিকে যুদ্ধ করছিলাম তখন রাসূলুল্লাহ (ﷺ)-এর কোন এক সাহাবী (রা) আমার কাছে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ বেষ্টনীবিহীন কোন ছাদে রাত্রিযাপন করে অতঃপর সে পড়ে গিয়ে মারা যায়, তবে তার থেকে (আল্লাহ কর্তৃক হেফাজতের) যিম্মাদারী রহিত হয়ে যায়। আর যদি কেউ সাগরের প্রচণ্ড ঢেউয়ের সময় নৌযানে ভ্রমণ করে, অতঃপর মারা যায়, তার থেকে যিম্মাদারী রহিত হয়ে যায়।
(বুখারী, মুসলিম। হাদীসটির বরাত হজ্জের পর্বে সফরের পাথেয় এবং বাহন শীর্ষক পরিচ্ছেদে প্রদত্ত হয়েছে।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب وجوب المحافظة على النفس وتجنب ما يظن فيه هلاكها
عن أبي عمران الجوني قال حدثني بعض أصحاب محمد رسول الله صلى الله عليه وسلم وغزونا نحو فارس فقال قال رسول الله صلى الله صلى الله عليه وسلم من بات فوق بيتٍ ليس له إجار (7) فوقع فمات فقد برئت منه الذمة (8)، ومن ركب البحر عند ارتجاجه (9) فمات فقد برئت منه الذمة
tahqiqতাহকীক:তাহকীক চলমান