মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৩৫
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : আত্মহত্যা সম্পর্কে সতর্কবাণী তা যে বস্তু দিয়েই হোক।
৩৫। আব্দুর রহমান ইবন আব্দুল্লাহ ইবন কা'ব ইবন মালিক (র) থেকে বর্ণিত, খায়বরে যাঁরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে উপস্থিত ছিলেন তাদের কোন এক ব্যক্তি তাঁকে অবহিত করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) তাদের জনৈক ব্যক্তি সম্পর্কে বললেন, এ ব্যক্তি জাহান্নামী। অতঃপর যখন লড়াই শুরু হল তখন লোকটি তীব্র লড়াই করল, এমনকি তার শরীরে বহু জখম হল। নবী (ﷺ) -এর সাহাবীগণ (রা) তাঁর নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল! আপনি আমাদেরকে ঐ ব্যক্তি সম্পর্কে অবহিত করুন, যাকে আপনি বলেছেন, সে জাহান্নামী। আল্লাহর শপথ! সে আল্লাহর রাস্তায় তীব্র লড়াই করেছে এবং তার শরীরে বহু জখম রয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, নিশ্চয়ই সে জাহান্নামী। কতিপয় সাহাবী (রা)-এর মনে সন্দেহ সৃষ্টির উপক্রম হল। এ অবস্থায় লোকটি জখমের ব্যথায় অস্থির হয়ে গেল। শেষ পর্যন্ত তার হাত তুনীরের দিকে বাড়াল। তা থেকে একটি তীর বের করল এবং তা দিযে আত্মহত্যা করল। জনৈক মুসলিম ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট দৌড়িয়ে গিয়ে বলল, হে আল্লাহর নবী (ﷺ), আল্লাহ আপনার কথা সত্য প্রমাণিত করেছেন। অমুক ব্যক্তি আত্মহত্যা করেছে।
(ইমাম আহমদ হাদীসটিকে এভাবে আবূ হুরায়রা (রা) এবং সাহল ইব্‌ন্ সায়িদী (রা) থেকেও বর্ণনা করেছেন। যার উল্লেখ এ কিতাবের জিহাদ পর্বে আন্তরিকতার সাথে জিহাদের নিয়ত করার অধ্যায়ে উদ্ধৃত হয়েছে।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب وعيد من قتل نفسه بأي شيءٍ كان
عن عبد الرحمن بن عبد الله بن كعبٍ بن مالك أنه أخبره بعض من شهد النبي صلى الله عليه وسلم (1) بخيبر أن رسول الله صلى الله عليه وسلم قال لرجلٍ ممن معه (2) إن هذا لمن أهل النار، فلما حضر القتال قاتل الرجل أشد القتال حتى كثرت به الجراح فأتاه (3) رجل من أصحاب النبي صلى الله عليه وسلم فقالوا يا رسول الله أرأيت الرجل الذي ذكرت أنه من أهل النار فقد والله قاتل في سبيل الله أشد القتال وكثرت به الجراح فقال رسول الله صلى الله عليه وسلم أما إنه من أهل النار وكاد بعض الصحابة أن يرتاب (4) فبينما هم على ذلك وجد الرجل ألم الجراح فأهوى بيده إلى كنانته فانتزع منها سهمًا فانتحر به فاشتد (5) رجل من المسلمين إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا نبي الله قد صدق الله حديثك قد انتحر فلان فقتل نفسه
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৩৫ | মুসলিম বাংলা