মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৩৩
আন্তর্জাতিক নং: ৩৪
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : আত্মহত্যা সম্পর্কে সতর্কবাণী তা যে বস্তু দিয়েই হোক।
৩৩,৩৪। জাবির ইবন সামুরা (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ)-এর জনৈক সাহাবী (রা) আহত হলেন। তাকে তার জখম ব্যথিত করল। তিনি ধীরে ধীরে ধারাল তীরের ফলার নিকট গেলেন। আর তা দিয়ে আত্মহত্যা করলেন। নবী (ﷺ) তার জানাযা নামায পড়েননি।
এ হাদীসের এক বর্ণনাকারী শরীক বলেন, নবী (ﷺ)-কর্তৃক আত্মহত্যাকারীর জানাযা না পড়ার উদ্দেশ্য হল, তাকে তার অপরাধের শাস্তি দেয়া এবং অন্যকে তা থেকে সতর্ক করা।
(ইমাম আহমদের ছেলে আব্দুল্লাহ মুসনাদে আহমদে কিছু হাদীস সংযোজন করেছেন। এ হাদীসটি তার। মুসলিম, তিরমিযী, ইবন মাজাহ হাদীসটিকে মুসনাদে আহমদের মত সংক্ষিপ্ত বর্ণনা করেছেন। আর আবূ দাউদ হাদীসটিকে দীর্ঘ বর্ণনা করেছেন।)
এ হাদীসের এক বর্ণনাকারী শরীক বলেন, নবী (ﷺ)-কর্তৃক আত্মহত্যাকারীর জানাযা না পড়ার উদ্দেশ্য হল, তাকে তার অপরাধের শাস্তি দেয়া এবং অন্যকে তা থেকে সতর্ক করা।
(ইমাম আহমদের ছেলে আব্দুল্লাহ মুসনাদে আহমদে কিছু হাদীস সংযোজন করেছেন। এ হাদীসটি তার। মুসলিম, তিরমিযী, ইবন মাজাহ হাদীসটিকে মুসনাদে আহমদের মত সংক্ষিপ্ত বর্ণনা করেছেন। আর আবূ দাউদ হাদীসটিকে দীর্ঘ বর্ণনা করেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب وعيد من قتل نفسه بأي شيءٍ كان
(ز) (حدثنا عبد الله بن عامر) (9) ابن زرارة ثنا شريك عن سماك (يعني ابن حرب) (عن جابر بن سمرة) أن رجلًا من أصحاب النبي صلى الله عليه وسلم جرح فآذته الجراحة فدب (10) إلى مشاقص فذبح به نفسه فلم يصل عليه النبي صلى الله عليه وسلم وقال كل ذلك أدب منه (11) هكذا أملاه علينا عبد الله بن عامر (12) من كتابه ولا أحسب هذه الزيادة إلا من قول شريك قوله ذلك أدب منه