মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৩২
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : আত্মহত্যা সম্পর্কে সতর্কবাণী তা যে বস্তু দিয়েই হোক।
৩২। জাবির ইবন সামুরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)র এর যুগে জনৈক ব্যক্তি মারা গেল। জনৈক ব্যক্তি তাঁর নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, অমুক ব্যক্তি মারা গেছে। তিনি বললেন, সে মারা যায়নি। অতঃপর সে তাঁর নিকট দ্বিতীয়বার আসল। অতঃপর সে তাঁর নিকট তৃতীয়বার আসল। আর তাঁকে তার মৃত্যুর খবর অবহিত করল। নবী (ﷺ) তাকে বললেন, সে কিভাবে মারা গেছে? সে বলল, সে ধারাল তীরের ফলা দিয়ে আত্মহত্যা করেছে। জাবির (রা) বলেন, এ কারণে তিনি তার জানাযা পড়লেন না। অন্য এক বর্ণনায় আছে, তিনি বললেন, আমি তার জানাযা নামায পড়ব না।
(মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب وعيد من قتل نفسه بأي شيءٍ كان
عن جابر بن سمرة (7) قال مات رجل على عهد رسول الله صلى الله عليه وسلم فأتاه رجل فقال يا رسول الله مات فلان قال لم يمت، ثم أتاه الثانية ثم الثالثة فأخبره فقال له النبي صلى الله عليه وسلم كيف مات؟ قال نحر نفسه بمشقص (8) قال فلم يصل عليه (وفي لفظٍ قال إذًا لا أصلي عليه
tahqiqতাহকীক:তাহকীক চলমান