মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৩১
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : আত্মহত্যা সম্পর্কে সতর্কবাণী তা যে বস্তু দিয়েই হোক।
৩১। জুনদুব বাজালী (রা) থেকে বর্ণিত, জনৈক ব্যক্তি আহত হলে তাকে তার বাড়ীতে নিয়ে আসা হল। তার জখম তাকে কষ্ট দিলে সে তার তুনীর থেকে একটি তীর বের করল। অতঃপর তা দিয়ে তার বুকের উপরের অংশে আঘাত করল। তাঁরা নবী (ﷺ)কে তা জানালেন। তিনি তাঁর মহান প্রতিপালক থেকে বর্ণনা করলেন যে, তিনি বলেছেন, সে নিজের ব্যাপারে তাড়াহুড়া করল।
(বুখারী, মুসলিম এবং অন্যরা)
(বুখারী, মুসলিম এবং অন্যরা)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب وعيد من قتل نفسه بأي شيءٍ كان
عن جندب البجلي (3) أن رجلًا أصابته جراحة فحمل على بيته فآلمت جراحته فاستخرج سمها من كنانته (4) فطعن به في لبته (5) فذكروا ذلك عند النبي صلى الله عليه وسلم فقال فيما يروي عن ربه عز وجل سابقني بنفسه