মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ৩০
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : আত্মহত্যা সম্পর্কে সতর্কবাণী তা যে বস্তু দিয়েই হোক।
৩০। সাবিত ইবন দ্বাহহাক আনসারী (রা) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন, যদি কেউ কোন বস্তু দিয়ে আত্মহত্যা করে তাহলে আল্লাহ জাহান্নামের আগুনে তাকে তা দিয়ে শাস্তি দিবেন।
(বুখারী, মুসলিম, শাফিয়ী, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী এবং অন্যরা)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب وعيد من قتل نفسه بأي شيءٍ كان
عن ثابت بن الضحاك (2) الأنصاري أن النبي صلى الله عليه وسلم قال من قتل نفسه بشيءٍ عذبه الله به في نار جهنم
tahqiqতাহকীক:তাহকীক চলমান