মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২৯
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : আত্মহত্যা সম্পর্কে সতর্কবাণী তা যে বস্তু দিয়েই হোক।
২৯। এ হাদীসটিও তাঁর থেকে বর্ণিত হয়েছে যে, নবী (ﷺ) বলেছেন, যদি কোন ব্যক্তি বর্শা দিয়ে আঘাত করে আত্মহত্যা করে, তাহলে সে দোযখেও বর্শা দিয়ে নিজেকে আঘাত করতে থাকবে। আর যদি কোন ব্যক্তি দুনিয়ার আগুনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে, তাহলে সে দোযখের আগুনে ঝাঁপিয়ে পড়বে। আর যদি কোন ব্যক্তি শ্বাসরোধ করে আত্মহত্যা করে, তাহলে সে জাহান্নামেও নিজের শ্বাসরোধ করবে।
(বুখারী শরীফে রাসূলুল্লাহ (ﷺ)-এর কথা- "وَالَّذِي يَتَقَحِمُ فِيمَا يَتَقَحَّمُ فِي النَّارِ" (আর যদি কোন ব্যক্তি দুনিয়ার আগুনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে তাহলে সে জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়বে) এ অংশটুকু নেই।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب وعيد من قتل نفسه بأي شيءٍ كان
(29) وعنه أيضًا عن النبي صلى الله عليه وسلم الذي يطعن (13) نفسه إنما يطعنها في النار والذي يتفحم فيها يتفحم في النار (1) والذي يخنق نفسه يخنقها في النار
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২৯ | মুসলিম বাংলা