মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২৮
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : আত্মহত্যা সম্পর্কে সতর্কবাণী তা যে বস্তু দিয়েই হোক।
২৮। আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ অস্ত্র দিয়ে আত্মহত্যা করে, তাহলে ঐ অস্ত্র তার হাতে থাকবে। আর সে জাহান্নামের আগুনে স্থায়ীভাবে তা দিয়ে তাৱ পেটে আঘাত করবে। আর যদি কেউ বিষপান করে আত্মহত্যা করে তাহলে তা তার হাতে থাকবে, আর সে জাহান্নামের আগুনে স্থায়ীভাবে তা পান করবে। আর যদি কেউ পাহাড় থেকে পতিত হয়ে আত্মহত্যা করে, তাহলে সে স্থায়ীভাবে জাহান্নামের উপর থেকে নিচে পতিত হবে।
(বুখারী, মুসলিম, আবূ দাউদ তায়ালিসী, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب وعيد من قتل نفسه بأي شيءٍ كان
(28) عن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم من قتل نفسه بحديدةٍ فحديدته بيده يجابها (6) في بطنه في نار جهنم خالدًا مخلدًا (7) فيها أبدًا، ومن قتل نفسه بسمٍ فسمه (8) بيده يتحساه (9) في نار جهنم خالدًا مخلدًا فيها أبدًا، ومن تردى (10) من جبلٍ فقتل نفسه فهو يتردى (11) في نار جهنم خالدًا مخلدًا فيها أبدًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২৮ | মুসলিম বাংলা