মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২৭
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: ইসলামী রাষ্ট্রের সাথে চুক্তিবদ্ধ কাফের এবং ইসলামী রাষ্ট্রের অমুসলিম নাগরিককে হত্যা করার নিষেধাজ্ঞা এ বিষয়ে কঠোর হুঁশিয়ারী।
২৭। আবু বকরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ ইসলামী রাষ্ট্রের সাথে চুক্তিবদ্ধ কাফিরকে অন্যায় ভাবে হত্যা করে তাহলে আল্লাহ তার উপর জান্নাত এবং তার ঘ্রাণ পাওয়াকে হারাম করেন।
তাঁর থেকে দ্বিতীয় এক সূত্রে বর্ণিত হয়েছে যে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, নিশ্চয়ই জান্নাতের ঘ্রাণ একশত বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। যদি কেউ ইসলামী রাষ্ট্রের সাথে চুক্তিবদ্ধ কাফিরকে হত্যা করে তাহলে মহান আল্লাহ তার উপর জান্নাত এবং তার ঘ্রাণ পাওয়াকে হারাম করেন। আবূ বকরা (রা) বললেন, যদি আমি রাসূলুল্লাহ (ﷺ) কে এ হাদীস বলতে না শুনে থাকি তাহলে আল্লাহ যেন আমার কানকে বধির করেন।
(আবূ দাউদ, তাবারানী আল মু'জামুল কাবীরে, হাকিম, ইবন হিব্বান। হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب تحريم قتل المعاهد وأهل الذمة والتشديد في ذلك
(27) عن أبي بكرة قال قال رسول الله صلى الله عليه وسلم من قتل نفسًا معاهدةً بغير حلها (2) حرم الله عليه الجنة (3) أن يجد ريحها (وعنه من طريقٍ ثان) (4) قال سمعت رسول لله صلى الله عليه وسلم يقول إن ريح الجنة يوجد من مسيرة مائة عام، وما من عبدٍ يقتل نفسًا معاهدةً إلا حرم الله تبارك وتعالى عليه الجنة، ورائحتها أن يجدها. قال أبو بكرة أصم الله أدني إن لم أكن سمعت النبي صلى الله عليه وسلم يقولها
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২৭ | মুসলিম বাংলা