মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ২৪
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: যে কারণে কোন মুসলমানকে হত্যা করা বৈধ।
২৪। আবু সাওয়ার কাজী থেকে বর্ণিত, তিনি আবু বারযা আসলামী থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, জনৈক ব্যক্তি আবু বকর (রা)-এর সাথে রূঢ় ব্যবহার করল। আবু বারযা বললেন, আমি কি তাকে হত্যা করব না? তিনি তাঁকে ধমক দিলেন। আর বললেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর পরে কারো ক্ষেত্রে এটা বৈধ নয় (অর্থাৎ রূঢ় ব্যবহারের কারণে কাউকে হত্যা করা বৈধ নয়।)
(আবু দাউদ, নাসাঈ, তাবারানী, আল মু'জামুল আউসাত, হাকিম। তিনি হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন।)
(আবু দাউদ, নাসাঈ, তাবারানী, আল মু'জামুল আউসাত, হাকিম। তিনি হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما يبيح دم المسلم
(24) عن أبي سوار القاضي يقول عن أبي برزة الأسلمي قال أغلظ رجل إلى أبي بكرٍ الصديق رضي الله عنه قال فقال أبو برزة إلا اضرب عنقه؟ فقال فانتهزه وقال ما هي لأحدٍ بعد رسول الله صلى الله عليه وسلم