মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২৫
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: ইসলামী রাষ্ট্রের সাথে চুক্তিবদ্ধ কাফের এবং ইসলামী রাষ্ট্রের অমুসলিম নাগরিককে হত্যা করার নিষেধাজ্ঞা এ বিষয়ে কঠোর হুঁশিয়ারী।
২৫। আব্দুল্লাহ ইবন আমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ ইসলামী রাষ্ট্রের সাথে চুক্তিবদ্ধ কাফিরকে হত্যা করে তাহলে সে জান্নাতের ঘ্রাণ পাবে না অথচ জান্নাতের ঘ্রাণ চল্লিশ বছরের দূরত্ব থেকে পাওয়া যায়।
(বুখারী, নাসাঈ, ইবন মাজাহ)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب تحريم قتل المعاهد وأهل الذمة والتشديد في ذلك
(25) عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم من قتل قتيلًا من أهل الذمة لم برح رائحة الجنة وإن ريحها ليوجد من مسيرة أربعين عامًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান