মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২৩
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: যে কারণে কোন মুসলমানকে হত্যা করা বৈধ।
২৩। হযরত আয়েশা (রা) থেকেই বর্ণিত হয়েছে যে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যদি কোন ব্যক্তি কোন মুসলিম ব্যক্তির দিকে তাকে হত্যা করার উদ্দেশ্যে অস্ত্র তাক করে তাহলে তাকে হত্যা করা ওয়াজিব।
(হাকিম। তিনি বলেছেন, হাদীসটি বুখারী এবং মুসলিমের শর্তানুযায়ী সহীহ, যদিও তাঁরা হাদীসটিকে বর্ণনা করেননি। যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন। সুয়ূতী ও হাদীসটিকে সহীহ বলেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما يبيح دم المسلم
(23) وعنها أيضًا قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من أشار بحديدةٍ (2) إلى أحد المسلمين يريد قتله فقد وحب دمه
tahqiqতাহকীক:তাহকীক চলমান