মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং: ২২
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: যে কারণে কোন মুসলমানকে হত্যা করা বৈধ।
২২। আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কাউকে হত্যা করেছে, অতঃপর তাকে হত্যা করা হয়েছে, বা যে ব্যক্তি বিবাহ করার পরে ব্যভিচার করেছে, বা যে ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর মুরতাদ (স্বধর্মত্যাগী) হয়েছে, সে ছাড়া কোন মুসলমান ব্যক্তিকে হত্যা করা জায়েয নয়।
(নাসাঈ, হাকিম। তিনি হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما يبيح دم المسلم
(22) عن عائشة رضي الله عنها) (9) قالت قال رسول الله صلى الله عليه وسلم لا يحل دم امرئِ مسلم إلا رجل قتل فقتل، أو رجل زنى بعد ما أحصن، أو رجل ارتد بعد إسلامه.
tahqiqতাহকীক:তাহকীক চলমান