মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ২১
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: যে কারণে কোন মুসলমানকে হত্যা করা বৈধ।
২১। আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, এরূপ কোন মুসলিম ব্যক্তিকে হত্যা করা জায়েয নয়, যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, আর আমি আল্লাহর রাসূল তবে তিন ব্যক্তি ব্যতিক্রম (১) বিবাহিত ব্যভিচারী, (২) কাউকে অন্যায়ভাবে হত্যাকারী (৩) দ্বীন ত্যাগকারী, মুসলমানদের জা'মাত থেকে পৃথক ব্যক্তি।
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ এবং অন্যরা)
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ এবং অন্যরা)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما يبيح دم المسلم
(21) عن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل دم امرئٍ مسلم يشهد أن لا إله إلا الله واني رسول الله إلا بإحدى ثلاث الثيب الزاني: والنفس بالنفس: والتارك لدينه المفارق للجماعة