মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ২০
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: যে কারণে কোন মুসলমানকে হত্যা করা বৈধ।
২০। আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের মাঝে দাঁড়িয়ে বললেন, ঐ সত্তার শপথ! যিনি ছাড়া কোন ইলাহ নেই, এরূপ কোন মুসলিম ব্যক্তির রক্ত হালাল নয়, যে সাক্ষ্য দেয়, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, আর আমি মুহাম্মাদ আল্লাহর রাসূল। তবে তিন ব্যক্তি ব্যতিক্রম- ১. ইসলাম ত্যাগকারী এবং মুসলিমদের দল পরিত্যাগকারী ব্যক্তি (বিদ্রোহী), ২. বিবাহিত ব্যভিচারী ৩. কাউকে অন্যায়ভাবে হত্যাকারী।
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ এবং অন্যরা)
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ এবং অন্যরা)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب ما يبيح دم المسلم
(20) حدثنا عبد الرحمن (يعني ابن مهدي) ثنا سفيان عن الأعمش عن عبد الله بن مرة عن مسروق (عن عبد الله) (يعني ابن مسعود) قال قام فينا رسول الله صلى الله عليه وسلم فقال والذي لا إله غيره لا يحل دم رجلٍ مسلم (3) يشهد أن لا إله إلا الله واني محمد (4) رسول الله إلا ثلاثة نفر (5) التارك الإسلام المفارق الجماعة، والثيب الزاني (6) والنفس بالنفس (7) قال الأعمش حدثت به إبراهيم فحدثني عن الأسود عن عائشة بمثله