মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ১৯
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ : মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণকারীর প্রতি সতর্কবাণী।
১৯। আব্দুর রহমান ইবন আয়িয থেকে বর্ণিত, তিনি বলেন, উকবা ইবন আমির জুহানী (রা) মসজিদে আকসায় সালাত আদায়ের জন্য বের হলেন। লোকেরা তাকে অনুসরণ করল। তিনি বললেন, তোমরা কেন এসেছ? তারা বলল, আপনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহচর্য পেয়েছেন। তাই আমরা আপনার সাথে চলতে এবং আপনাকে সালাম দিতে ভালবাসি। তিনি বললেন, তোমরা নাম এবং সালাত আদায় কর। তাঁরা নামল। অতঃপর তিনি সালাত আদায় করলেন এবং তাঁরা ও তাঁর সাথে সালাত আদায় করল। তিনি সালাম ফেরানোর পর বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছি, যদি কোন বান্দা মহা শক্তিশালী মহা মহিয়ান আল্লাহর সাথে এ অবস্থায় সাক্ষাৎ করে যে, সে তাঁর সাথে কোন কিছুকে শরীক করেনি এবং কাউকে অন্যায়ভাবে হত্যা করেনি, তাহলে সে তার ইচ্ছানুযায়ী জান্নাতের যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারবে।
(ইবন মাজাহ, হাকিম। তিনি হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন।)
(ইবন মাজাহ, হাকিম। তিনি হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب وعيد من حمل السلاح على المسلمين
(19) عن عبد الرحمن بن عائد رجل من أهل الشام قال انطلق عقبة بن عامر الجهني إلى المسجد الأقصى ليصلي فيه فاتبعه ناس فقال ما جاء بكم؟ قالوا صحبتك رسول الله صلى الله عليه وسلم أحببنا أن نسير معك ونسلم عليك: قال انزلوا فصلوا، فنزلوا فصلى وصلوا، معه فقال حين سلم سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ليس عبد يلقى الله عز وجل لا يشرك به شيئًا لم يتند بدمٍ حرام إلا دخل من أي أبواب الجنة شاء