মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
হাদীস নং: ৩
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
অধ্যায় : হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
পরিচ্ছেদ: মু'মিন ব্যক্তিকে হত্যা করা সম্পর্কে কঠোর হুঁশিয়ারি ও কঠিন সতর্কবাণী।
পরিচ্ছেদ: মু'মিন ব্যক্তিকে হত্যা করা সম্পর্কে কঠোর হুঁশিয়ারি ও কঠিন সতর্কবাণী।
৩। জাবির ইবন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বিদায় হজ্জে বললেন, কোন দিন অধিক মর্যাদাবান? তাঁরা বললেন, আমাদের এ দিন। তিনি বললেন, কোন মাস অধিক মর্যাদাবান? তাঁরা বললেন, আমাদের এ মাস। তিনি বললেন, কোন শহর অধিক মর্যাদাবান? তাঁরা বললেন, আমাদের এ শহর। তিনি বললেন, নিশ্চয়ই তোমাদের উপর তোমাদের রক্ত এবং মাল হারাম (মর্যাদাপূর্ণ) করা হয়েছে তোমাদের এ মাস এবং এ শহরও এ দিনের মর্যাদার ন্যায়।
(এ হাদীসের উৎস হজ্জের পর্বে জিলহজ্জের দশ তারিখ খুতবা দেয়া সম্পর্কে বর্ণিত হাদীসের অধীনে বর্ণিত হয়েছে।)
(এ হাদীসের উৎস হজ্জের পর্বে জিলহজ্জের দশ তারিখ খুতবা দেয়া সম্পর্কে বর্ণিত হাদীসের অধীনে বর্ণিত হয়েছে।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
كتاب القتل والجنايات وأحكام الدماء
باب التغليظ والوعيد الشديد في قتل المؤمن
باب التغليظ والوعيد الشديد في قتل المؤمن
(3) عن جابر بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع أي يو أعظم حرمة؟ قالوا يومنا هذا، قال فأى شهر أعظم حرمة؟ قالوا شهرنا هذا، قال فأى بلد أعظم حرمة؟ قال بلدنا هذا قال فإن دماءكم وأموالكم عليكم حرام كحرمة يومكم هذا في شهركم هذا في بلدكم هذا