মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং:
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
অধ্যায় : হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

পরিচ্ছেদ: মু'মিন ব্যক্তিকে হত্যা করা সম্পর্কে কঠোর হুঁশিয়ারি ও কঠিন সতর্কবাণী।
৪। সালিম ইবন আবূ জা'দ থেকে বর্ণিত, তিনি বলেন, ইবন আব্বাস (রা) কে জনৈক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হল যে, (এমন ব্যক্তি সম্পর্কে আপনি কী বলেন) যে, কোন এক মু'মিনকে হত্যা করেছে, অতঃপর তওবা করেছে, ঈমান এনেছে এবং সৎ আমল করেছে, অতঃপর হিদায়াত প্রাপ্ত হয়েছে? তিনি বললেন, তোমার জন্য আফসোস! কিরূপে সে হিদায়াত প্রাপ্ত হবে। আমি তোমাদের নবী (ﷺ) কে বলতে শুনেছি, নিহত ব্যক্তি তার হত্যাকারীকে জড়িয়ে ধরে আল্লাহর কাছে নিয়ে আসবে, আর বলবে, হে আমার প্রভু, আপনি এ ব্যক্তিকে জিজ্ঞাসা করুন? কেন সে আমাকে হত্যা করেছে? আল্লাহর শপথ! মহা শক্তিশালী মহা মহিয়ান আল্লাহ তোমাদের নবী (ﷺ) এর উপর তা অবতীর্ণ করেছেন। আর তিনি তা অবতীর্ণ হওয়ার পর রহিত করেননি। তিনি বললেন, তোমার জন্য আফসোস! কিরূপে সে হিদায়াত প্রাপ্ত হবে।
তাঁর থেকে দ্বিতীয় এক সূত্রে বর্ণিত হয়েছে যে, জনৈক ব্যক্তি ইবন আব্বাস (রা) এর নিকট এসে বলল, হে ইবন আব্বাস (রা) : আপনি আমাকে ঐ ব্যক্তি সম্পর্কে অবহিত করুন যে ব্যক্তি কোন মু'মিনকে হত্যা করেছে! তিনি তিলাওয়াত করলেন-
جَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللهُ عَلَيْهِ وَلَعَتَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا .
"তার শাস্তি হল জাহান্নাম, স্থায়ী হবে সে তথায়, ক্রোধান্বিত হয়েছেন। আল্লাহ তার উপর এবং লা'নত করেছেন তাকে আর তৈরি রেখেছেন তার জন্য মহা আযাব। সূরা নিসা: ৯৩।
তিনি বলেন, অতঃপর সে বলল, হে ইবন আব্বাস (রা) : আপনি আমাকে অবহিত করুন, অতঃপর যদি সে তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে? তিনি বললেন, তার মা তাকে হারাক, কিরূপে তার তওবা কবুল করা হবে। অথচ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয়ই নিহত ব্যক্তি কিয়ামতের দিন তার ঘাড়ের রগ থেকে রক্ত প্রবাহিত হওয়া অবস্থায়, তার মাথা তার ডান হাত বা বাম হাত দিয়ে জড়িয়ে ধরে আর তার অন্য হাত দিয়ে তার হত্যাকারীকে ধরে পরম করুণাময় আল্লাহর আরশের সামনে উপস্থিত হয়ে বলবে, হে আমার প্রভু! আপনি এ ব্যক্তিকে জিজ্ঞাসা করুন, কেন সে আমাকে হত্যা করেছে?
(আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, নাসাঈ এবং ইবনে মাজাহ হাদীসটিকে সহীহ সনদে বর্ণনা করেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
كتاب القتل والجنايات وأحكام الدماء

باب التغليظ والوعيد الشديد في قتل المؤمن
(4) عن سالم بن أبى الجعد (7) سئل ابن عباس عن رجل قتل مؤمناً ثم تاب وآمن وعمل صالحاً ثم اهتدى؟ قال ويحك (8) وأنى له الهدى، سمعت نبيكم صلى الله عليه وسلم يقول يجيء المقتول متعلقاً بالقاتل يقول يارب سل هذا فيم قتلنى، والله لقد أنزلها الله عز وجل على نبيكم وما نسخها بعد إذ أنزلها (1) قال ويحك وأنى له الهدى (وعنه من طريق ثان) (2) قال جاء رجل إلى ابن عباس فقال يا ابن عباس أرأيت رجلاً قتل مؤمناً؟ قال جزاؤه جهنم خالداً فيها - الخ الآية قال فقال يا ابن عباس أرأيت إن تاب وآمن وعمل صالحاً؟ قال ثكلته (3) أمه، وأنى له التوبة وقد قال رسول الله صلى الله عليه وسلم إن المقتول يجيء يوم القيامة متعلقاً رأسه (4) بيمينه أو قال بشماله آخذاً صاحبه بيده الأخرى تشحب (5) أوداجه دماً في قبل (6) عرش الرحمن فيقول رب سل هذا فيم قتلى
tahqiqতাহকীক:তাহকীক চলমান