মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং:
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
অধ্যায় : হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

পরিচ্ছেদ: মু'মিন ব্যক্তিকে হত্যা করা সম্পর্কে কঠোর হুঁশিয়ারি ও কঠিন সতর্কবাণী।
২। আবূ ইদ্রীস (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মু'আবিয়া ইবন আবু সুফিয়ান (রা)-কে যিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে কম হাদীস বর্ণনা করেছেন, তাকে বর্ণনা করতে শুনেছি যে, তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, যে ব্যক্তি কাফির অবস্থায় মারা যায়, আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন মু'মিনকে হত্যা করে তাদের গুনাহ ছাড়া আল্লাহ অন্য সকল গুনাহ ক্ষমা করবেন।
(নাসাঈ, হাকিম। তিনি হাদীসটিকে সহীহ বলেছেন এবং যাহাবী তাঁর কথা সমর্থন করেছেন। হায়ছামী মাজমাউয যাওয়াইদে হাদীসটিকে উল্লেখ করে বলেছেন, বাযযার হাদীসটিকে উবাদা ইবন সামিত (রা) থেকে বর্ণনা করেছেন। তাঁর বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য। আহমদ ইবন্ আবদুর রহমান আল বান্না বলেছেন, আবু দাউদ হাদীসটিকে আবু দারদা (রা) থেকে বর্ণনা করেছেন।)
كتاب القتل والجنايات وأحكام الدماء
كتاب القتل والجنايات وأحكام الدماء

باب التغليظ والوعيد الشديد في قتل المؤمن
(2) عن أبى إدريس قال سمعت معاوية (يعنى ابن أبى سفيان) وكان قليل الحديث عن رسول الله صلى الله عليه وسلم قال سمعت رسول الله صلى الله عليه وسلم وهو يقول كل ذنب عسى الله أن يغفره إلا الرجل يموت كافراً، والرجل يقتل مؤمناً متعمداً
tahqiqতাহকীক:তাহকীক চলমান