মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

হাদীস নং:
হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান
অধ্যায় : হত্যা, অপরাধ ও রক্তপাতের বিধান

পরিচ্ছেদ: মু'মিন ব্যক্তিকে হত্যা করা সম্পর্কে কঠোর হুঁশিয়ারি ও কঠিন সতর্কবাণী।
১। আবু ওয়াইল শাকীক ইবন সালামা আসাদী (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবন মাসউদ (রা) বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, আল্লাহ তা'আলা কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষের মাঝে রক্তপাতের ফয়সালা করবেন।
(বুখারী, মুসলিম, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ, আবু দাউদ তায়ালিসী)
كتاب القتل والجنايات وأحكام الدماء
كتاب القتل والجنايات وأحكام الدماء

باب التغليظ والوعيد الشديد في قتل المؤمن
(1) عن شقيق قال قال عبد الله قال رسول الله صلى الله عليه وسلم أول ما يقضى بين الناس يوم القيامة في الدماء
tahqiqতাহকীক:তাহকীক চলমান