আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৬৬৫
অধ্যায়ঃ হদ্দ
পরিচ্ছেদ
৩৬৬৫. হযরত তাবারানীর অন্য বর্ণনায় আছে, তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) আমাকে বলেছেন: আমি কি তোমাকে এমন দু'টি কাজের কথা বলব, যে ব্যক্তি তা করবে, সেই জান্নাতী। আমরা বললাম: হাঁ, ইয়া রাসুলাল্লাহ! তিনি বলেন, তা হল- যে ব্যক্তি তার রসনা ও লজ্জাস্থান হিফাযত করবে।
كتاب الحدود
فصل
3665- وَفِي رِوَايَة الطَّبَرَانِيّ قَالَ قَالَ لي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلا أحَدثك ثِنْتَيْنِ من فعلهمَا دخل الْجنَّة قُلْنَا بلَى يَا رَسُول الله قَالَ يحفظ الرجل مَا بَين فقميه وَمَا بَين رجلَيْهِ
tahqiqতাহকীক: