আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৬৬৪
অধ্যায়ঃ হদ্দ
পরিচ্ছেদ
৩৬৬৪. হযরত আবু মুসা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি তার রসনা ও লজ্জাস্থানকে হিফাযত করবে সে জান্নাতী।
(আবু ই'আলা (র) নিজ শব্দে ও তাবারানী বর্ণনা করেন। তবে তাঁদের উভয়ের বর্ণনাকারীদের বর্ণনা বিশুদ্ধ সূত্রে বর্ণিত।)
(আবু ই'আলা (র) নিজ শব্দে ও তাবারানী বর্ণনা করেন। তবে তাঁদের উভয়ের বর্ণনাকারীদের বর্ণনা বিশুদ্ধ সূত্রে বর্ণিত।)
كتاب الحدود
فصل
3664- وَعَن أبي مُوسَى رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من حفظ مَا بَين فقميه وفرجه دخل الْجنَّة
رَوَاهُ أَبُو يعلى وَاللَّفْظ لَهُ وَالطَّبَرَانِيّ ورواتهما ثِقَات
رَوَاهُ أَبُو يعلى وَاللَّفْظ لَهُ وَالطَّبَرَانِيّ ورواتهما ثِقَات