আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৬৬৬
অধ্যায়ঃ হদ্দ
পরিচ্ছেদ
৩৬৬৬. হযরত উবাদা ইবনে সামিত (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা আমার নিকট ছয়টি বস্তুর যিম্মাদার হও, আমি তোমাদের জান্নাতের যিম্মাদর হব। তা হলঃ ১. যখন কথা বলবে, সত্য বলবে, ২. অঙ্গীকার করলে, তা পালন করবে, ৩. আমানত রাখা হলে, তা যথাযথাভাবে পরিশোধ করবে, ৪. তোমাদের লজ্জাস্থানসমূহ হিফাযত করবে, ৫. তোমরা তোমাদের দৃষ্টি (হারাম ও কুদৃষ্টি থেকে) অবনমিত রাখবে এবং ৬. তোমাদের হাতগুলো (মানুষের ক্ষতি থেকে) নিয়ন্ত্রণে রাখবে।
(আহমাদ, ইবনে আবুদ দুনিয়া, ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থ ও হাকিম বর্ণিত। তিনি বলেনঃ হাদীসটির সনদ সহীহ্।
(হাফিয মুনযিরী (র) বলেন): তাঁরা প্রত্যেকই আবদুল মুত্তালিব ইবনে আবদুল্লাহ ইবনে হানতাব (র) থেকে উবাদা সূত্রে বর্ণনা করেন। তবে তিনি তাঁর নিকট থেকে হাদীসটি শুনেননি। আল্লাহ্ সর্বজ্ঞ।)
(আহমাদ, ইবনে আবুদ দুনিয়া, ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থ ও হাকিম বর্ণিত। তিনি বলেনঃ হাদীসটির সনদ সহীহ্।
(হাফিয মুনযিরী (র) বলেন): তাঁরা প্রত্যেকই আবদুল মুত্তালিব ইবনে আবদুল্লাহ ইবনে হানতাব (র) থেকে উবাদা সূত্রে বর্ণনা করেন। তবে তিনি তাঁর নিকট থেকে হাদীসটি শুনেননি। আল্লাহ্ সর্বজ্ঞ।)
كتاب الحدود
فصل
3666- وَعَن عبَادَة بن الصَّامِت رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ اضمنوا لي سِتا من أَنفسكُم أضمن لكم الْجنَّة اصدقوا إِذا حدثتم وأوفوا إِذا وعدتم وأدوا إِذا ائتمنتم واحفظوا فروجكم وغضوا أبصاركم وَكفوا أَيْدِيكُم
رَوَاهُ أَحْمد وَابْن أبي الدُّنْيَا وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
قَالَ الْحَافِظ رَوَوْهُ كلهم عَن عبد الْمطلب بن عبد الله بن حنْطَب عَن عبَادَة وَلم يسمع مِنْهُ
وَالله أعلم
رَوَاهُ أَحْمد وَابْن أبي الدُّنْيَا وَابْن حبَان فِي صَحِيحه وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
قَالَ الْحَافِظ رَوَوْهُ كلهم عَن عبد الْمطلب بن عبد الله بن حنْطَب عَن عبَادَة وَلم يسمع مِنْهُ
وَالله أعلم