আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৬২৮
অধ্যায়ঃ হদ্দ
প্রতিবেশীর স্ত্রী ও যার স্বামী অনুপস্থিত, এমন নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং লজ্জাস্থান সংযত রাখার প্রতি অনুপ্রেরণা
৩৬২৮. অন্য বর্ণনায় আছে, নবী (ﷺ) বলেছেন: এরপর আমরা তান্নুরের ন্যায় একটি গর্তের নিকট গেলাম। বর্ণনাকারীগণ বলেন, আমার মনে হয় তিনি এরূপ বলেছেন: হঠাৎ সেখানে আমরা হৈ চৈ ও চিৎকার শুনতে পেলাম। তিনি বলেন, আমরা মাথা তুলে দেখলাম, তার মধ্যে কিছু সংখ্যক উলঙ্গ নারী পুরুষ রয়েছে, এবং তাদের তলদেশ থেকে অগ্নিশিখা আসছে এবং তারা আগুনে দদ্বিভূত হওয়ায় হাউ মাই করে চিৎকার দিচ্ছিল। হাদীসের শেষাংশে আছে, (তিনি বলেছেন) তান্নরের মত গর্তে যারা দগ্ধীভূত হচ্ছিল, তারা হল ব্যভিচারী নারী-পুরুষ।
(বুখারীতে 'সালাত বর্জন অধ্যায়ে' এ পর্যায়ে দীর্ঘ বর্ণনা অতিবাহিত হয়েছে।)
كتاب الحدود
التَّرْهِيب من الزِّنَا سِيمَا بحليلة الْجَار والمغيبة وَالتَّرْغِيب فِي حفظ الْفرج
3628- وَفِي رِوَايَة فَانْطَلَقْنَا على مثل التَّنور قَالَ فأحسب أَنه كَانَ يَقُول فَإِذا فِيهِ لغط وأصوات قَالَ فاطلعنا فِيهِ فَإِذا فِيهِ رجال وَنسَاء عُرَاة وَإِذا هم يَأْتِيهم لَهب من أَسْفَل مِنْهُم فَإِذا أَتَاهُم ذَلِك اللهب ضوضوا الحَدِيث وَفِي آخِره وَأما الرِّجَال وَالنِّسَاء العراة الَّذين هم فِي مثل بِنَاء التَّنور فَإِنَّهُم الزناة والزواني
رَوَاهُ البُخَارِيّ وَتقدم بِطُولِهِ فِي ترك الصَّلَاة
tahqiqতাহকীক: