আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৬২৭
অধ্যায়ঃ হদ্দ
প্রতিবেশীর স্ত্রী ও যার স্বামী অনুপস্থিত, এমন নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার প্রতি ভীতি প্রদর্শন এবং লজ্জাস্থান সংযত রাখার প্রতি অনুপ্রেরণা
৩৬২৭. হযরত সামুরা ইবনে জুন্দুব (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: এক রাতে আমি দু'জন আগন্তুককে দেখলাম। তারা দু'জনে আমাকে (মক্কা থেকে) বায়তুল মুকাদ্দাসের নিকট নিয়ে গেল। এরপর তিনি দীর্ঘ হাদীসটি বর্ণনার এক পর্যায়ে বলেন, এরপর আমরা তান্নুর চুলার ন্যায় একটি গর্তের নিকট গেলাম। গর্তের মুখটি ছিল সংকীর্ণ অথচ তার নিম্নভাগ ছিল প্রশস্ত। এর নিচে (দাউ দাউ করে) আগুন জ্বলছিল। আগুন উপরে উঠার সাথে সাথে (শাস্তিপ্রাপ্ত ব্যক্তিগণ) উপরে উঠে, এমনকি মনে হয় তারা বেরিয়ে আসছিল। পরে যখন আগুন নিভিয়ে দেওয়া হয়। তখন তারা তার তলদেশে ফিরে যায়। আর তাতে রয়েছে (ব্যভিচারী) উলঙ্গ নারী-পুরুষ। আল-হাদীস।
كتاب الحدود
التَّرْهِيب من الزِّنَا سِيمَا بحليلة الْجَار والمغيبة وَالتَّرْغِيب فِي حفظ الْفرج
3627- وَعَن سَمُرَة بن جُنْدُب رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ رَأَيْت اللَّيْلَة رجلَيْنِ أتياني فأخرجاني إِلَى أَرض مُقَدَّسَة فَذكر الحَدِيث إِلَى أَن قَالَ فَانْطَلَقْنَا إِلَى ثقب مثل التَّنور أَعْلَاهُ ضيق وأسفله وَاسع يتوقد تَحْتَهُ نَارا فَإِذا ارْتَفَعت ارتفعوا حَتَّى كَادُوا أَن يخرجُوا وَإِذا أخمدت رجعُوا فِيهَا وفيهَا رجال وَنسَاء عُرَاة الحَدِيث
tahqiqতাহকীক:তাহকীক চলমান