মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৬৮
নামাযের অধ্যায়
(৪) পরিচ্ছেদঃ যে ব্যক্তি তার সম্মুখে মানুষ অথবা জন্তু রেখে নামায পড়ে
(৪৬৮) আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) রাত্রে নফল নামায পড়তেন, তখন আয়িশা (রা) তাঁর ও কিবলার মাঝখানে আড়াআড়িভাবে শুয়ে থাকতেন।
(মুসনাদে আহমদ ছাড়া হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। হায়ছামী মাজমাউয যাওয়ায়েদে বলেন, হাদীসটির বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য।)
كتاب الصلاة
(4) من صلى وبين يديه إنسان أو بهيمة
(468) عن على رضى الله عنه قال كان رسُول الله صلى الله عليه وسلم يُسبَّحُ من الليل (1) وعائشةُ مُمَّرضه يينهُ وبين القلة (2)
tahqiqতাহকীক:তাহকীক চলমান