মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৬৯
নামাযের অধ্যায়
(৪) পরিচ্ছেদঃ যে ব্যক্তি তার সম্মুখে মানুষ অথবা জন্তু রেখে নামায পড়ে
(৪৬৯) মুহাম্মদ ইবন্ জা'ফর ইবন্ যুবাইর (র) থেকে বর্ণিত, তিনি বলেন, উরওয়া ইবন্ যুবাইর উমর ইবন্ আবদুল আজীজকে -তখন তিনি মদীনার গভর্নর- রাসূলের স্ত্রী আয়িশা (রা) থেকে বর্ণনা করেছেন যে, রাসূল (ﷺ) তাঁর দিকে ফিরে নামায পড়তেন। তখন তিনি তাঁর সামনে আড়াআড়িভাবে শুয়ে থাকতেন। রাবী বলেন, তখন আবু উমামা ইবনে সাহল বলেন, -তিনি উমর ইবন্ আবদুল আজীজের পাশে ছিলেন- সম্ভবত হে আবূ আবদুল্লাহ আয়িশা (রা) বলেছিলেন আমি তাঁর পাশে ছিলাম। উরওয়া বলেন, আমি আপনাকে ইয়াকীনের সাথে সংবাদ দিচ্ছি আর আপনি সন্দেহের ওপর ভিত্তি করে আমার বক্তব্য খণ্ডন করছেন? বরং তাঁর বক্তব্য ছিল, তিনি জানাযার মত তাঁর সামনে আড়াআড়িভাবে শুয়ে থাকতেন।
(বুখারী, মুসলিম।)
كتاب الصلاة
(4) من صلى وبين يديه إنسان أو بهيمة
(469) عن محُمدٍ بن الزُّبير قال حدث عُروةُ بِّنُ الزُّبير عٍمر بن عبد العزيز وهُو أمير على المدينة عن عائشة زوج النِّبىِّ صلى الله عليه وسلم ورضى عنها أن رسُول الله صلى الله عليه وسلم كان يصلِّى إليها وهى معترضة بين يديه، قال فقال أبو أثمامة بنُ سهلٍ وكان عند عُمر فلعلَّها يا أبا عبد الله قالت وأنا إلى جنبه، قال فقال عرُروةُ أُخبرُك باليقين وترُد علىَّ بالظَّنِّ، بل معترضة بين يديه اعتراض الجنازة
tahqiqতাহকীক:তাহকীক চলমান