মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৪৬৭
নামাযের অধ্যায়
(৩) পরিচ্ছেদঃ নামাযী ও তার সুতরার মাঝখান দিয়ে অতিক্রম করার ক্ষেত্রে কঠোরতা আরোপ
(৪৬৩) ইয়াযীদ ইবন্ নিমরান (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, তাবুকে চলতে অক্ষম এক ব্যক্তির সাথে সাক্ষাত হলে তাকে প্রশ্ন করেছিলাম, তোমার এ অবস্থা কেন? সে বলল নামায পড়ার সময় আমি রাসূল (ﷺ)-এর সামনে দিয়ে গর্দভ অথবা গাধায় চড়ে অতিক্রম করেছিলাম, তখন রাসূল (ﷺ) বললেন, যে আমাদের নামায কর্তন করেছে, আল্লাহ তার পদচিহ্ন ধ্বংস করুন। তখন থেকে তিনি চলাচলে অক্ষম।
(আবূ দাউদ, সুনানে বায়হাকী। এর সনদ উত্তম।)
كتاب الصلاة
(3) باب التغليظ فى المرور بين يدى المصلى وبين سترته
(467) عن يزيد بن نمر أن قال لقيت رجلا مقعدا (1) بتبوك فسألته فقال مررت بين يدى رسُول الله صى الله عليه وسلم على أتانٍ (2) أو حمارٍ فقال قطع علينا صلاتنا قطع الله عليه أثرهُ (3) فأقعد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৪৬৭ | মুসলিম বাংলা