আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ৩০৪৯
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
সন্তান-সন্ততিকে শিষ্টাচার শিক্ষাদানের প্রতি অনুপ্রেরণা
৩০৪৯. হযরত জাবির ইবনে সামুরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেওয়া এক সা' বস্তু দান করা অপেক্ষা অধিক উত্তম।
(তিরমিযী (র) নাসিহ (র) থেকে সিমাক সূত্রে এটি বর্ণনা করেন। তিনি বলেন, হাদীসটি হাসান-গরীব।
(হাফিয মুনাযিরী (র) বলেন) নাসিহ এর প্রকৃত নাম ইবনে আবদুল্লাহ মাহলামী। মুহাদ্দিসগণের নিকট তিনি অপরিচিত।)
كتاب النكاح
التَّرْغِيب فِي تَأْدِيب الْأَوْلَاد
3049 - عَن جَابر بن سَمُرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لِأَن يُؤَدب الرجل وَلَده خير لَهُ من أَن يتَصَدَّق بِصَاع
رَوَاهُ التِّرْمِذِيّ من رِوَايَة نَاصح عَن سماك عَنهُ وَقَالَ حَدِيث حسن غَرِيب
قَالَ الْحَافِظ نَاصح هَذَا هُوَ ابْن عبد الله المحلمي واه وَهَذَا مِمَّا أنكرهُ عَلَيْهِ الْحفاظ
tahqiqতাহকীক: