আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ৩০৫০
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
সন্তান-সন্ততিকে শিষ্টাচার শিক্ষাদানের প্রতি অনুপ্রেরণা
৩০৫০. হযরত আইউব ইবনে মূসা (র) তাঁর পিতা ও তাঁর দাদার সূত্রে পর্যায়ক্রমে বর্ণনা করেন। রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন: পিতার পক্ষে সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেয়ার চেয়ে উত্তম কোন দান নেই।
(তিরমিযী, ইমাম তিরমিযী (র) বলেন, হাদীসটি গরীব এবং এই হাদীসটি আমার নিকট মুরসাল সনদে বর্ণিত। نحل দান করা, কিছু দেওয়া ইত্যাদি।)
(তিরমিযী, ইমাম তিরমিযী (র) বলেন, হাদীসটি গরীব এবং এই হাদীসটি আমার নিকট মুরসাল সনদে বর্ণিত। نحل দান করা, কিছু দেওয়া ইত্যাদি।)
كتاب النكاح
التَّرْغِيب فِي تَأْدِيب الْأَوْلَاد
3050- وَعَن أَيُّوب بن مُوسَى عَن أَبِيه عَن جده رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا نحل وَالِد ولدا من نحل أفضل من أدب حسن
رَوَاهُ التِّرْمِذِيّ أَيْضا وَقَالَ حَدِيث غَرِيب وَهَذَا عِنْدِي مُرْسل
نحل بِفَتْح النُّون والحاء الْمُهْملَة أَي أعْطى ووهب
رَوَاهُ التِّرْمِذِيّ أَيْضا وَقَالَ حَدِيث غَرِيب وَهَذَا عِنْدِي مُرْسل
نحل بِفَتْح النُّون والحاء الْمُهْملَة أَي أعْطى ووهب