আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ৩০৫১
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
সন্তান-সন্ততিকে শিষ্টাচার শিক্ষাদানের প্রতি অনুপ্রেরণা
৩০৫১. হযরত ইমাম ইবনে মাজাহ (র) ইবনে আব্বাস (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তোমরা তোমাদের সন্তানের প্রতি সদয় হও এবং তাদেরকে উত্তম শিষ্টাচার শিক্ষা দাও।
كتاب النكاح
التَّرْغِيب فِي تَأْدِيب الْأَوْلَاد
3051- وروى ابْن مَاجَه عَن ابْن عَبَّاس عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أكْرمُوا أَوْلَادكُم وأحسنوا أدبهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান