আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ৩০৫২
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
পিতা ব্যতীত অন্যের প্রতি পিতৃত্বের সম্পর্ক স্থাপন এবং তাকে (পিতা) ব্যতীত অন্য কাউকে অভিভাবক বানানো
৩০৫২. হযরত সা'দ ইবনে আবু ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি জ্ঞাতসারে নিজ
পিতাকে বাদ দিয়ে কারো প্রতি পিতৃত্বের সম্পর্ক স্থাপন করে, তার জন্য জান্নাত হারাম।
(বুখারী, মুসলিম, আবু দাউদ ও ইবনে মাজাহ (র) প্রমুখ সা'দ ও আবু বাকার (রা) সূত্রে বর্ণনা করেন।)
পিতাকে বাদ দিয়ে কারো প্রতি পিতৃত্বের সম্পর্ক স্থাপন করে, তার জন্য জান্নাত হারাম।
(বুখারী, মুসলিম, আবু দাউদ ও ইবনে মাজাহ (র) প্রমুখ সা'দ ও আবু বাকার (রা) সূত্রে বর্ণনা করেন।)
كتاب النكاح
التَّرْهِيب أَن ينتسب الْإِنْسَان إِلَى غير أَبِيه أَو يتَوَلَّى غير موَالِيه
3052- عَن سعد بن أبي وَقاص رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من ادّعى إِلَى غير أَبِيه وَهُوَ يعلم أَنه غير أَبِيه فالجنة عَلَيْهِ حرَام
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَابْن مَاجَه عَن سعد وَأبي بكرَة جَمِيعًا
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَابْن مَاجَه عَن سعد وَأبي بكرَة جَمِيعًا