আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৪২১
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
বিভিন্ন প্রকার তাসবীহ, তাকবীর, তাহলীল ও তাহমীদ পাঠের প্রতি উৎসাহ প্রদান
২৪২১. হযরত ইমরান ইবন হুসায়ন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেনঃ তোমাদের কেউ কি প্রতিদিন উহুদ পরিমাণ আমল করতে পারবে না? সাহাবীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ। দৈনিক উত্তম পরিমাণ আমল কে করতে পারবে? রাসুলুল্লাহ্ (ﷺ) বললেন, তোমাদের সবাই তা পারবে। তারা বললেন, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ) এটি কি? তিনি বললেন, সুবহানাল্লাহ, উহুদের চেয়ে অনেক বড়, লা ইলাহা ইল্লাল্লাহ উহুদের চেয়ে অনেক বড়, আলহামদু লিল্লাহ উহুদের চেয়ে অনেক বড়, আল্লাহু আকবর উহুদের চেয়ে অনেক বড়।
(হাদীসটি ইবন আবুদ-দুনিয়া, নাসাঈ, তাবারানী এবং বাযযার বর্ণনা করেছেন। তাঁরা সবাই এটি হাসান সূত্রে ইমরান থেকে বর্ণনা করেছেন। কিন্তু হাসান ইমরান থেকে হাদীস শুনেননি। অবশ্য কারো কারো মতে তিনি হাদীস শুনেছেন। এঁদের রাবীগণ সহীহ গ্রন্থের রাবীদের মতই। তবে নাসাঈর উস্তাদ আমর ইবন মনসূর হচ্ছেন এর ব্যতিক্রম। অবশ্য তিনি নির্ভরযোগ্য রাবী।)
(হাদীসটি ইবন আবুদ-দুনিয়া, নাসাঈ, তাবারানী এবং বাযযার বর্ণনা করেছেন। তাঁরা সবাই এটি হাসান সূত্রে ইমরান থেকে বর্ণনা করেছেন। কিন্তু হাসান ইমরান থেকে হাদীস শুনেননি। অবশ্য কারো কারো মতে তিনি হাদীস শুনেছেন। এঁদের রাবীগণ সহীহ গ্রন্থের রাবীদের মতই। তবে নাসাঈর উস্তাদ আমর ইবন মনসূর হচ্ছেন এর ব্যতিক্রম। অবশ্য তিনি নির্ভরযোগ্য রাবী।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي التَّسْبِيح وَالتَّكْبِير والتهليل والتحميد على اخْتِلَاف أَنْوَاعه
2421 - وَعَنْ عِمْرَانَ يَعْنِي ابْنَ حُصَيْنٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ مَا يَسْتَطِيعُ احدكُمْ أَن يَعْمَلَ كُلَّ يَوْمٍ مِثْلَ أحدٍ عَمَلاً ؟ قَالُوا: يَا رَسُولَ اللهِ وَمَنْ يَسْتَطِعُ أَنْ يَعْمَلَ كُلَّ يَوْمٍ عَمَلًا مِثْلِ أحدٍ ؟ قَالَ كُلُّكُمْ يَسْتَطِيعُهُ - قَالُوا: يَا رَسُولَ اللَّهِ مَاذَا ؟ قَالَ سُبْحَانَ اللَّهِ أَعْظَمُ مِنْ أحدٍ ؟ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ أَعْظَمُ مِنْ أحدٍ وَالْحَمْدُ لِلَّهِ أَعْظَمُ مِنْ أحدٍ وَاللَّهُ أَكْبَرُ أَعْظَمُ من أحد -
رواه ابن ابی الدنيا والنسائي والطبراني والبزار كلهم عن الحسن عن عمران لم يسمع منه، وقيل سمع ورجالهم رجال الصحيح الا شيخ النسائي عمرو بن منصور ، وهو ثقة
رواه ابن ابی الدنيا والنسائي والطبراني والبزار كلهم عن الحسن عن عمران لم يسمع منه، وقيل سمع ورجالهم رجال الصحيح الا شيخ النسائي عمرو بن منصور ، وهو ثقة