আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৪. অধ্যায়ঃ যিকির ও দু‘আ
হাদীস নং: ২৪২০
অধ্যায়ঃ যিকির ও দু‘আ
বিভিন্ন প্রকার তাসবীহ, তাকবীর, তাহলীল ও তাহমীদ পাঠের প্রতি উৎসাহ প্রদান
২৪২০. হযরত আবুদ্-দারদা (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত যে, তিনি বলেছেনঃ যে ব্যক্তি একবার "লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবর" পাঠ করবে, আল্লাহ তার এক-চতুর্থাংশকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন, যে ব্যক্তি এটি দু'বার পাঠ করবে, আল্লাহ তার অর্ধেক অংশকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। আর সে যদি এটি চারবার পাঠ করে, তবে আল্লাহ তাকে জাহান্নাম থেকে সম্পূর্ণ মুক্ত করে দিবেন।
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীর' ও 'আওসাতে' বর্ণনা করেছেন।)
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীর' ও 'আওসাতে' বর্ণনা করেছেন।)
كتاب الذّكر وَالدُّعَاء
التَّرْغِيب فِي التَّسْبِيح وَالتَّكْبِير والتهليل والتحميد على اخْتِلَاف أَنْوَاعه
2420- وَرُوِيَ عَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من قَالَ لَا إِلَه إِلَّا الله وَالله أكبر أعتق الله ربعه من النَّار وَلَا يَقُولهَا اثْنَتَيْنِ إِلَّا أعتق الله شطره من النَّار وَإِن قَالَهَا أَرْبعا أعْتقهُ الله من النَّار
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط